Trending

উপকূল বার্তা’র পথ চলা/ সম্পাদকের কথা…

উপকূল বার্তা’র পক্ষ থেকে পাঠককে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জেনে আনন্দিত হবেন যে, উপকূলীয় প্রান্তিক মানুষের কথা বলতে যাত্রা শুরু করল অনলাইল নিউজ পোর্টাল- উপকূল বার্তা। ‘‘প্রান্তিক মানুষের কথা বলে’’ এ শ্লোগান নিয়ে নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আজ থেকে উপকূল বার্তা’র পথচলা শুরু। উপকূলের প্রান্তিক মানুষদের সাথে সেতুবন্ধন তৈরিতে আমাদের এ প্রচেষ্ট।

উপকূলের সমস্যা-সম্ভাবনা, দেশ-বিদেশের সর্বশেষ খবর ও জাতিয়, রাজনীতি, আন্তর্জাতিক, বিনোদন, লাইফস্টাইল, বিশেষ প্রতিবেদন, শিক্ষা, ইসলাম ও জীবন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, খেলাধুলা, চাকরি, জানা-অজানা, কলাম অন্তর্ভুক্ত করা হয়েছে উপকূল বার্তা’য় ।

একদল উদ্যমী তরুণ সাংবাদিকদের নিয়ে গড়ে উঠেছে উপকূল বার্তা’র টিম। দেশের অনলাইন নিউজ পোর্টালের মধ্য উপকূল বার্তা পাঠকের কাছে একটি বিশ্বস্ত সংবাদ মাধ্যম হিসাবে গ্রহণযোগ্যতা অর্জন করতে চায়। আমরা পাঠকের চাহিদার কথা চিন্তা করেই সেই লক্ষে কাজ করে যাচ্ছি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মনে জায়গা করে নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের এ প্রচেষ্টা, স্বদিচ্ছা ও আন্তরিকতার মাধ্যমে পাঠকের মতামতকে যথাযথ মূল্যায়ন করে পরিবর্তন আনবো আমাদের কাজে। তরুণের জয়গানে আমরা পৌঁছে যেতে চাই  আমাদের স্বপ্নের দ্বারপ্রান্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট

Back to top button