বরগুনার পাথরঘাটায় কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম আহসানকে আহবায়ক এবং চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিকেলা ৫ টার দিকে মাধ্যমিক শিক্ষক সমিতির সস্মেলন কক্ষে এ কমিটি ঘঠন করা হয়। সর্ব সম্মতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাথরঘাটা উপজেলা আহবায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক এ কমিটি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী বরগুনা জেলা নায়েবে আমীর মাওলানা মো. আবু জাফর সালেহ, পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন,
পাথরঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব এম কামরুল ইসলাম, পাথরঘাটা পৌর বিএনপির আহবায়ক মো. হারুন-অর রশিদসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ প্রমুখ।
কমিটির অন্য সদস্যরা হলো, রুপধন বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কবির, মাদারতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস খানকে যুগ্ন-আহবায়ক, তালুকের চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম, নাচনাপড়া মানিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. আবু সালেহ, কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিধান চন্দ্র গয়ালী, লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ইমরান হাসান জিয়া, কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সেলিম মিয়া, কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিউর রহমানকে সদস্য করা হয়।
R/ASMJ