পলাশবাড়ী থানায় নতুন অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোর যোগদান

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিবেদক

গাইবান্ধার পলাশবাড়ী থানায় নতুন অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভুট্টো যোগদান করেছেন। সোমবার (৭ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিক ভাবে তিনি এ থানায় যোগদান করেন। তিনি গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন।

এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগে ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর জেলার কাহারোল উপজেলা এলাকার বাসিন্দা। দাম্পত্যজীবনে তিনি দুই মেয়ে সন্তানের বাবা। যোগদান পরবর্তী শারদীয় দুর্গোৎসব নিরাপদ-নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ প্রবণতা কঠোর হস্তে দমনে স্বতঃস্ফূর্ত সবার সহায়তা কামনা করেন। সর্বোপরি স্বীয় দায়িত্ব ও কর্তব্য পালনকালে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

Exit mobile version