Trending

পাথরঘাটা অফিসার্স ক্লাব, সভাপতি ইউএনও সম্পাদক জাফর সাদিক

বরগুনার পাথরঘাটা উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদাধিকার বলে অফিসার্স ক্লাবের সভাপতি। বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান

বাকি পদে গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে অফিসার্স ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৭৮ জন ভোটার ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। ১৩টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন । রাতে নির্বাচন কমিশন অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির বিজয়ী প্রার্থীদের নাম ঘোঘণা করেন।

সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন- উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন উপজেলা সমবায় অফিসার এফ.এম. জাফর সাদিক, যুগ্ম সা. সম্পাদক পদে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক পদে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আবদুল জলিল, দপ্তর ও প্রচার সম্পাদক পদে কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মহিবুল্লাহ রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক পদে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার তহমিনা আকতার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর প্রকাশ চন্দ্র মন্ডল বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত। ক্রীড়া-সম্পাদক পদে সৈয়দ ফজলুল হক কলেজের সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন, সদস্য পদে-উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. মহসিন হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসের প্রশিক্ষক দিলিপ চন্দ্র মহেশ বিজয়ী হয়েছেন।

সংশ্লিষ্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button