পাঠকদের আমরা উপকূল বার্তা’ এর ওয়েবসাইট, কনটেন্ট, সেবা ও অ্যাপ্লিকেশন ‘ব্যবহারের শর্তাবলি’ পড়তে স্বাগত জানাই। ওয়েবসাইট, ডিজিটাল ও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম, নানা মাধ্যমে পাঠকেরা আমাদের কনটেন্ট পড়তে পারবেন। মুঠোফোন, কম্পিউটারসহ বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমাদের কনটেন্টে প্রবেশ করা সম্ভব।
আমাদের কনটেন্ট সেবা গ্রহণ করার মাধ্যমে বা কনটেন্ট, ছবি , অডিও, ভিডিও দেখা বা পাঠের মাধ্যমে পাঠক আমাদের ‘ব্যবহারের শর্তাবলি’ মেনে নিচ্ছেন বলে আমরা ধরে নেব। একই সঙ্গে তাঁরা উপকূল বার্তা’র ‘গোপনীয়তা নীতি’ মেনে নিচ্ছেন বলেও ধরে নেওয়া হবে। এ বিষয়ে কারও আপত্তি বা বক্তব্য থাকলে এই ঠিকানায়—- ইমেইল পাঠিয়ে জানাতে অনুরোধ করছি। পাঠকের আপত্তি বা বক্তব্য গ্রহণ করা বা না করার এখতিয়ার উপকূল বার্তা’র।
www.upokulbarta.com সাইটে প্রকাশিত সংবাদ, ফটো, গ্রাফিক্স এবং অন্যান্য তথ্য শুধুমাত্র ব্যক্তিগত তথ্যের জন্য প্রদান করা হয়েছে। এই সাইটে সংগৃহীত তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা। এটি কোন ধরণের বাণিজ্যিক ব্যবহারের জন্য স্থাপন করা হয় না। এই সাইটের পাঠকদের শুধুমাত্র পড়ার জন্য অ্যাক্সেসের অধিকার রয়েছে।
➤ উপকূল বার্তা’র কনটেন্ট, ছবি , অডিও, ভিডিও দেখা ও শোনার জন্য, এর বাইরে অন্য কিছুর জন্য উপকূল বার্তা অনুমতি দেয় না। উপকূল বার্তা সামাজিক মাধ্যমে তার কনটেন্ট ভাগাভাগির জন্য পাঠকদের উদ্বুদ্ধ করে। তবে কনটেন্ট সামাজিক বা ডিজিটাল মাধ্যমে অবশ্যই অবিকৃতভাবে এবং উপকূল বার্তা’র কনটেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে পরিবেশন করতে হবে।
➤ ওয়েবসাইট থেকে উপকূল বার্তা নিজের ক্ষমতাবলে যেকোনো সময় যেকোনো কনটেন্ট সরিয়ে নিতে পারে। ওয়েবসাইট থেকে কনটেন্ট সরিয়ে নেওয়ার ক্ষেত্রে পাঠকের অনুরোধ অগ্রাহ্য করতে পারবেন না।
➤ ব্যবহারকারীদের নিজের সুরক্ষা নিজেদের নিশ্চিত করতে হবে। ভাইরাস জাতিয় ক্ষতিকর কোনো কিছুর আক্রমণে ডিভাইসের ক্ষতি হলে তার দায় উপকূল বার্তা নেবে না। তৃতীয় পক্ষের কনটেন্টে প্রবেশ করার কারণে ডিভাইসের ক্ষতি হলে উপকূল বার্তা সে জন্য দায়ী হবে না। এর মধ্যে গুগলের বিজ্ঞাপন থাকতে পারে, তাছাড়া যে কনটেন্ট উপকূল বার্তা তৈরি করেনি, তা উপকূল বার্তা ওয়েবসাইটে দেখানো হলেও তৃতীয় পক্ষের কনটেন্ট হিসেবে বিবেচিত হবে। উপকূল বার্তা কোনোভাবেই তার দায় বহন করবে না।
➤ কোনো ব্যক্তি, জাতি, গোষ্ঠী, ভাষা ও ধর্মের প্রতি অবমাননামূলক বা কারও অনুভূতিতে আঘাত দিতে পারে এমন কোনো মন্তব্য করা যাবে না। অশ্লীল ও অশালীন শব্দ বা বাক্য ব্যবহার, দৃষ্টিকটু বানান ভুল ও অসম্পূর্ণ বা অসংলগ্ন বাক্যের মন্তব্য প্রকাশ করা হবে না। উপকূল বার্তা যে কোনো মন্তব্য বাতিলের অধিকার রাখে।
উপকূল বার্তা’র ওয়েব পোর্টালে সতর্কতার সঙ্গে সংবাদ প্রকাশ করি। এরপরও অনিচ্ছাকৃত ভুল থেকে যাওয়া অস্বাভাবিক নয়। অনিচ্ছাকৃত হলেও যেকোনো ভুলের জন্যই আমরা দুঃখিত। ভুল তথ্য সংশোধন করে পাঠককে জানানো সংবাদমাধ্যম হিসেবে আমাদের কর্তব্য। যথাযথ নিয়ম মেনে ভুল সংশোধন ও প্রকাশ করে পাঠকের গোচরে আনি। ভুল নজরে এলে আমরা নিজের উদ্যোগে তা সংশোধন করি। তবে পাঠকের চোখেও কোনো ভুল ধরা পড়লে তাঁরা আমাদের তা জানাতে পারেন। আমরা যাচাই করে সে ভুল সংশোধন করব। আমাদের কাছে এ সংক্রান্ত বার্তা পাঠানোর ঠিকানা- উপকূল বার্তা যেকোনো সময় তার যেকোনো নীতিমালায় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন আনার অধিকার রাখে।