অদৃশ্যে বিশ্বাস ছাড়া ঈমান অপূর্ণ

মহান আল্লাহ বলেন, ‘এটা সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই। আল্লাহভীরুদের জন্য এটা পথনির্দেশ, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস আনে। –(সুরা : বাকারাহ, আয়াত : ২-৩)

কালাম শাস্ত্রবিদরা বলেন, অদৃশ্যের প্রতি ঈমান আনার অর্থ হলো আল্লাহ ও তাঁর রাসুলের এমন কথাগুলো কোনো প্রকার প্রশ্ন ছাড়া মেনে নেওয়া, যা মানুষের বুদ্ধি ও বিবেকের ঊর্ধ্বে। তবে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর কথাগুলো কোরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য সূত্র দ্বারা প্রমাণিত হতে হবে।

আল্লাহর অদৃশ্যজগৎ সম্পর্কে কোনো মানুষ অবগত নয়। তবে আল্লাহ ওহির মাধ্যমে নবী-রাসুলদের সামনে তার অংশবিশেষ উন্মোচিত করেছেন। তাঁরা ততটুকুই জানেন, যতটুকু আল্লাহ তাঁদের অবগত করেছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট

Back to top button