ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘আমাদের গাইবান্ধার’ উদ্যোগে এক টাকার ঈদ বাজার পেল ২৫০ পরিবার

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে গাইবান্ধায় বসেছিল ঈদ বাজার। এ বাজারে শুধুমাত্র ক্রেতা হিসেবে ছিলেন দুঃস্থ-অসহায় দরিদ্র মানুষজন। তাদের জন্য ছিল ঈদ অফার।

 

পঞ্চমবারের মতো ‘আমাদের গাইবান্ধা’ নামে শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মাত্র এক টাকার বিনিময়ে ২৫০টি পরিবার কেনেন চাল-ডাল, সেমাই, মুরগিসহ প্রায় ২০ ধরনের নিত্যপণ্য। করে।

 

শনিবার (২৯ মার্চ) বিকেলে শহরের ডিবি রোডে অবস্থিত স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই বাজার বসানো হয়। ওই বাজারে মাত্র ১ টাকায় পাওয়া যায় দুই কেজি চাল, এক কেজি ডাল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট লাচ্ছা, চিনি, পেঁয়াজ, আলু, মরিচ ও মিষ্টিকুমড়া, দুধ, মসলা ও একটি মুরগি, সয়াবিন তেল, বাধাকপি, বেগুণ, লবণসহ প্রায় ২০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদ বাজার তুলে দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় আমাদের গাইবান্ধা সংঠনের সভাপতি সায়হাম রহমান, সাধারণ সম্পাদক মুসাবভির রহমান, সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ারসহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ফারাজিপাড়ার ফজলু মিয়া বলেন, ঈদের নিয়ের বাজার নিয়ে খুবই চিন্তাই ছিলাম, হাতে টাকা পয়সা তেমন ছিল না। হঠাৎ ১ টাকা দিয়ে বাজারে মুড়ি, মুরগি তেল সবই পাইছি। পরিবার নিয়ে খেতে পারব। আল্লাহ তাদের ভালো করুক।

 

শহরের ডেভিট কোম্পানিপাড়ার সুমি বেগম বলেন, এক টাকা দিয়ে অনেক কিছু পেয়েছি। ঈদের প্রায় বাজার হয়ে গেছে। সেমাই, মুরগি, চিনি কেউ আগে দেয়নি। কিন্তু আজ ১ টাকা দিয়ে অনেকগুলো বাজার পেলাম।

 

আয়োজকরা জানান, আমাদের গাইবান্ধা সংগঠনের সদস্যরা শিক্ষার্থী। তারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ে। মা-বাবার দেওয়া টাকা বাঁচিয়ে অসযায় ব্যক্তিদের জন্য কিছু একটা করার মহৎ উদ্যোগ নিয়েছেন তারা। এবার পঞ্চমবারের মতো দুঃস্থ মানুষের মাঝে ১ টাকা প্রতীকী ঘুলো পণ্য বিতরণের কর্মসূচি পালন করায়।

গাইবান্ধায় আওয়ামী লীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

‘আমাদের গাইবান্ধার’ উদ্যোগে এক টাকার ঈদ বাজার পেল ২৫০ পরিবার

প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে গাইবান্ধায় বসেছিল ঈদ বাজার। এ বাজারে শুধুমাত্র ক্রেতা হিসেবে ছিলেন দুঃস্থ-অসহায় দরিদ্র মানুষজন। তাদের জন্য ছিল ঈদ অফার।

 

পঞ্চমবারের মতো ‘আমাদের গাইবান্ধা’ নামে শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মাত্র এক টাকার বিনিময়ে ২৫০টি পরিবার কেনেন চাল-ডাল, সেমাই, মুরগিসহ প্রায় ২০ ধরনের নিত্যপণ্য। করে।

 

শনিবার (২৯ মার্চ) বিকেলে শহরের ডিবি রোডে অবস্থিত স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই বাজার বসানো হয়। ওই বাজারে মাত্র ১ টাকায় পাওয়া যায় দুই কেজি চাল, এক কেজি ডাল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট লাচ্ছা, চিনি, পেঁয়াজ, আলু, মরিচ ও মিষ্টিকুমড়া, দুধ, মসলা ও একটি মুরগি, সয়াবিন তেল, বাধাকপি, বেগুণ, লবণসহ প্রায় ২০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদ বাজার তুলে দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় আমাদের গাইবান্ধা সংঠনের সভাপতি সায়হাম রহমান, সাধারণ সম্পাদক মুসাবভির রহমান, সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ারসহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ফারাজিপাড়ার ফজলু মিয়া বলেন, ঈদের নিয়ের বাজার নিয়ে খুবই চিন্তাই ছিলাম, হাতে টাকা পয়সা তেমন ছিল না। হঠাৎ ১ টাকা দিয়ে বাজারে মুড়ি, মুরগি তেল সবই পাইছি। পরিবার নিয়ে খেতে পারব। আল্লাহ তাদের ভালো করুক।

 

শহরের ডেভিট কোম্পানিপাড়ার সুমি বেগম বলেন, এক টাকা দিয়ে অনেক কিছু পেয়েছি। ঈদের প্রায় বাজার হয়ে গেছে। সেমাই, মুরগি, চিনি কেউ আগে দেয়নি। কিন্তু আজ ১ টাকা দিয়ে অনেকগুলো বাজার পেলাম।

 

আয়োজকরা জানান, আমাদের গাইবান্ধা সংগঠনের সদস্যরা শিক্ষার্থী। তারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ে। মা-বাবার দেওয়া টাকা বাঁচিয়ে অসযায় ব্যক্তিদের জন্য কিছু একটা করার মহৎ উদ্যোগ নিয়েছেন তারা। এবার পঞ্চমবারের মতো দুঃস্থ মানুষের মাঝে ১ টাকা প্রতীকী ঘুলো পণ্য বিতরণের কর্মসূচি পালন করায়।