বরগুনার বেতাগীতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মানববন্ধন করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গতকাল সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার ৭টায় বেতাগী বাসস্ট্যান্ডের চৌমাথায় ইজারাদার তৌহিদুল স্টোর ও পৌরসভার সচেতন নাগরিক এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উচ্ছ্বাসিত জনগণ চাঁদাবাজি বন্ধের দাবিতে বিভিন্ন শ্লোগানে দিতে থাকে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন- নেছার উদ্দিন খান দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছেন। ৫ আগস্টের পরে হিন্দু,বাজারের বড় বড় ব্যবসায়ী কাছ থেকেও তিনি চাঁদাবাজি করেছেন।
মানববন্ধনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারেফ হোসেন বলেন, ‘বিএনপির নাম ব্যবহার করে নেছার উদ্দিন খান চাঁদাবাজি করছেন, বিভিন্ন জনকে হুমকি-ধামকি দিচ্ছেন। গত ৫ আগস্ট পরে ভয়ভীতি দেখিয়ে নিরীহ হিন্দুদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন। বিভিন্ন অপকর্ম করে তিনি দলের বদনাম করছে। উপজেলা প্রশাসন এবং দলের উচ্চ পর্যায়ের নেতাদের কাছে তার বহিষ্কারের দাবি জানাচ্ছি।
তিনি অভিযোগ এনে বলেন, আমরা বেতাগী পৌরসভার বাসস্ট্যান্ডে টোল আমরা নিয়েছি তৌহিদুল স্টোর এর লাইসেন্সে কিন্তুু সে আমাদের কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে কিন্তুু আমরা দিতে রাজি না হওয়ায় গতকাল পহেলা বৈশাখ নকল রিসিভ তৌহিদুল স্টোর নামে ছাপিয়ে টোলের নামে চাঁদাবাজি করতেছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন বিশ্বাস বলেন, নেছার খান তার নিজস্ব বাহিনী দ্বারা দলের পদ-পদবি ব্যবহার করে অফিস আদালত ও ব্যবসায়িদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন। উপজেলা প্রশাসন এবং দলের উচ্চ পর্যায়ের নেতাদের কাছে তার বহিষ্কারের দাবি জানাচ্ছি।