এআই দিয়ে বানানো ছবি চেনার কিছু উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি এআই দিয়ে বানানো একটি ছবিটি বন্যার সময় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে  ছবিটি দেখে অনেকেই মুগ্ধ হয়ে বা আবেগতাড়িত হয়ে টাইমলাইনে শেয়ার কিংবা পোস্ট করেন। পরে জানাযায়, ছবিটি আদৌ সত্য নয়। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি ছবি এটি।

আজকাল প্রায়ই ঘটছে এমন ঘটনা। রাজনৈতিক অস্থিরতা বা নির্দিষ্ট কোনও ঘটনায় মানুষকে বোকা বানানোর জন্য বা স্বার্থসিদ্ধির জন্য অবিকল আসলের মতো ছবি বানিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে নেট দুনিয়ায়। এআই দিয়ে বানানো ছবি দেখতে অবিকল আসল ছবির মতো হলেও একটু লক্ষ করলেই নানা ধরনের অসঙ্গতি চোখে পড়ে। জেনে নিন কীভাবে চিনবেন ছবি আসল নাকি এআই দিয়ে বানানো-

১. এআই দিয়ে তৈরি ছবির অঙ্-প্রত্যঙ্গগুলো ভালো করে খেয়াল করুন। প্রায় সময়েই দেখা যায় হাত, পা, চোখ বা কানের মধ্যে অসামঞ্জস্য। এক্ষেত্রে আঙুল থাকতে পারে অতিরিক্ত বা অনিয়মিত আকারের হাত, বা চোখগুলো সামান্য মিসলাইন করা থাকতে পারে। দাঁত অদ্ভুত প্যাটার্নে প্রদর্শিত হতে পারে, বা কান বাঁকা হতে পারে। অনেক সময় হাত ও পায়ের অবস্থান, দিক ঠিক থাকে না ।

২. সূক্ষ্মভাবে চুলগুলো লক্ষ করলেও অসঙ্গতি চোখে পড়বে। চুলের প্রান্তগুলো অস্বাভাবিকভাবে ঝাপসা মনে হতে পারে। চুলে বিভিন্ন টেক্সচার মিশ্রিত লাগতে পারে।

৩. ছবিটি এআই দিয়ে বানানো এমন সন্দেহ হলে সূত্র যাচাই করতে গুগল লেন্স ব্যবহার করতে পারেন। ব্যবহার করতে পারেন ‘রিভার্স ইমেজ সার্চ’। হাইভ মডারেশন ও ইয়ানডেক্সের মতো টুলও ব্যবহার করতে পারেন। এসব ব্যবহার করে ছবিটি আর কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে খুঁজে পাওয়া যাবে। এআই দিয়ে তৈরি ছবি খুব অল্প কিছু জায়গায় খুঁজে পাওয়া যাবে। বিশ্বস্ত ওয়েবসাইট বা সূত্র থেকে ছবিটি এসেছে কি না, সেটিও বোঝা যাবে।

৪. এআই দিয়ে বানানো ব্যক্তির ছবির ক্ষেত্রে চেহারা সাধারণত অতিরিক্ত ঝকঝকে লাগে।

৫. কেবল ব্যক্তি নয়, আশেপাশে থাকা নানা কিছু দেখেও বোঝা যায় ছবিটি এআই দিয়ে বানানো। যেমন ব্যাকগ্রাউন্ডগুলো খুব মসৃণ দেখাতে পারে বা কাপড় বা দেওয়ালের প্যাটার্নগুলো খুব অভিন্ন দেখাতে পারে।

  • তথ্যসূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট

Back to top button