লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ও মহাসড়ক দখল করে বসছে হাট-বাজার। এর ফলে বাড়ছে জনদুর্ভোগ, সৃষ্টি হচ্ছে যানজট। বিশেষ করে হাটের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও উপজেলার কাকিনা মহাসড়কে অঞ্চলের হাট-বাজারগুলো সড়ক দখল করে পরিচালিত হচ্ছে। সড়ক দখল করে বসানো হাট-বাজার হলো কাকিনার ঐতিহ্যবাহী কাকিনার হাট কাকিনার গুরুত্বপূর্ণ এলাকার অন্যতম প্রধান হাট কাকিনা হাট ইজারার জায়গা বাদে ফাঁকা রেখে প্রতিদিন সেখানকার সড়কের ওপর বসে বাজার।দুইদিন সাপ্তাহিক হাটও বসে সড়কের ওপর। এ জন্য বাজারসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট চরম আকার ধারণ করে। সড়ক দখল করে হাট-বাজার বসানোর ফলে প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে কাকিনাহাটে গিয়ে দেখা যায়, সড়কের মধ্যে চলছে হাটের বেচাকেনার কাজ। এর ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এ কারণে সড়কে সব ধরনের যানবাহন ঘণ্টার পর ঘণ্টা এ যানজটে আটকা পড়ে দুর্ভোগের শিকার যাত্রী খোকন মিয়া বলেন, ‘আমাদের দুর্ভোগ দেখার কেউ নেই।যারা হাটের ইজারা নিয়েছে তারাই সড়ক দখল করে বাজার বসাইছে। সেখান থেকে নিয়মিত টোল আদায়ও করছে। জনগণের দুর্ভোগে তাদের কিছু আসে-যায় না।’
কাকিনা হাটের ইজারাদার রানা বলেন, ‘হাটের জায়গা পর্যাপ্ত পরিমাণ না থাকায় বেশ কিছু দোকান রাস্তায় বসে বিক্রেতা তাদের সঙ্গে নিয়ে আমরা সব সময় হাটের জায়গাতেই বাজার বসানোর চেষ্টা করি। কলা ব্যবসায়ী ক্ষুদ্র কুটির ব্যবসায়ীসহ ক্রেতা-বিক্রেতাদের অনীহার কারণে তা সম্ভব হচ্ছে না।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমফা বলেন, ‘সংশ্লিষ্ট হাটের ইজারাদার সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’