কাশফুলের স্নিগ্ধতায় সেজেছে বরগুনার বিসিক শিল্প নগরী
প্রকৃতি অনেক রঙে সাজে। কখনো সাদা রঙে, কখনো কালো মেঘ, আবার কখনো বা সৌন্দার্যের কোনো প্রতীক নিয়ে হাজির হয় প্রকৃতির মাঝে। যেখানে নির্মল দখিনের বাতাসে, পাখির ডাকে, নদীর কলকলধ্বনিতে মানুষের মাঝে প্রাণশক্তি সঞ্চার করে। প্রতিবছর শরৎকাল ও ভাদ্র মাসের মাঝা-মাঝিতে এমন সৌন্দার্যের প্রতীক নিয়ে কাশফুলে ভরে ওঠে।
বরগুনার বিসিক শিল্প নগরী ছেয়ে গেছে হাজারো সাদা রঙের ফোটা কাশফুলে। শিশু থেকে বৃদ্ধ, তরুণ থেকে তরুণী সকলেরই বিনোদন ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের একটি জায়গায় পরিনত হয়েছে বরগুনার বিসিক শিল্প নগরী এলাকা।
সরেজমিনে বিসিক শিল্প নগরী এলাকা ঘুরে দেখা যায়, শিল্প নগরীর চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনীর ভিতরের বিস্তৃত এলাকায় ফুটেছে হাজারো কাশফুল। এ কাশবনে ফুটে থাকা সাদা রঙের শুভ্রতা উপভোগ করতে ভীর করছে নানা বয়সের মানুষ। কাশফুলে বাতাসের দোলায় মুখরিত হয়ে পড়া বিসিক শিল্প নগরী এলাকাটি স্থানীয়দের কাছে যেন পরিনত হয়েছে বরগুনার এক খন্ড ঢাকার দিয়াবাড়ি। প্রতিদিন বিকেল হলেই এখানে ভীর করেন তরুণ-তরুণী, শিশু বৃদ্ধসহ নানা বয়সী মানুষ। কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ আপন মনে গান গাইছেন, কবিতা আবৃত্তি করছেন। কেউ আবার প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ভিডিও কিংবা সেল্ফি তুলে সময় পার করছেন। এছাড়া পরিবারের সঙ্গে আসা শিশুরাও আনন্দে উচ্ছ্বাসিত সাদা কাশফুলের সৌন্দর্য উপভোগ করছেন।
বরগুনার ইসলামি ব্যাংকে কর্মরত আসমা চৌধুরী বলেন, তিন মাস ধরে পরিবার নিয়ে বরগুনায় বসবাস করছি। এক জনের কাছে শুনেছি বিসিক শিল্প নগরী এলাকায় কাশফুল আছে। এসে দেখলাম এখানের প্রচুর কাশফুল ফুটেছে, আমি এত কাশফুল এক সঙ্গে এর আগে কখনো দেখিনি। প্রথমবার এত কাশফুল একসঙ্গে দেখে আমার অনেক ভালো লেগেছে, যা ভাষায় প্রকাশ করা যাবেনা।
বরগুনার পাথরঘাটার রুবেল আজমিন ঘুরতে এসে বলেন, আমরা বইতে পড়েছি সাদা মেঘ আকাশে ওরে এবং চারদিকে কাশফুল ফোটে। বরগুনার বিসিক শিল্প নগরী এলাকায় এসে এরই প্রমাণ পেয়েছি। এখানে না আসলে বুঝতে পারতাম না বরগুনায় এমন সুন্দর একটি দর্শনীয় জায়গা তৈরি হয়েছে। এমন শুভ্রাতার মাঝে ঘুরতে আসতে সবাইকে আমন্ত্রণ জানাই।
বরগুনা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, শরৎকালে সর্বত্রই কাশফুল ফোটে। বিশেষ করে যত পর্যটনকেন্দ্র কাশফুল গাছ রয়েছে সেসব জায়গায় কাশফুল ফোটলে তা আলাদা একটি মাত্রা যোগ করে। এছাড়াও শরৎকালের নিল আকাশ এবং বরগুনার বিসিক শিল্প নগরীসহ যেসব জায়গায় কাশফুল ফুটেছে সেখানে তরুণ-তরুণীসহ অসংখ্য মানুষ ভ্রমণে আসে। বরগুনার জন্য এটি একটি ভালোদিক।