ঢাকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় সরোজ দেব স্মরণে স্মারক সম্মাননা পেলেন ১০ জন

গাইবান্ধায় সাহিত্য-সংস্কৃতিসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ বিশিষ্টজনকে দেওয়া হলো ‘সরোজ দেব স্মারক সম্মাননা’। সাহিত্য, কবিতা, নাটক, কাব্যগ্রন্থ, বাচিকশিল্পী, সাংবাদিকতা, অংকন ও গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিতে এই ১০ গুণীজনকে দেওয়া হয় ‘সরোজ দেব স্মারক সম্মাননা।’

 

বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্ত্বরে প্রয়াত কবি সরোজ দেব স্মরণে ‘রোদে ভিজে বাড়ি ফেরা’ শীর্ষক অনুষ্ঠানে তাদের হাতে এ স্মারক সম্মাননা তুলে দেয়া হয়।

 

এরআগে শহীদ মিনার চত্ত্বরে সকাল ১০টায় শিশু-কিশোরদের আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকেল ৪টায় আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, স্মরণিকা ‘মুখ’র মোড়ক উম্মোচন ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। এরপর আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোররা সম্মাননাপ্রাপ্ত ১০ বিশিষ্টজনকে উত্তরীয় পড়িয়ে দিয়ে তাদের হাতে ‘সরোজ দেব স্মারক সম্মাননা’ ক্রেস্ট ও সনদ তুলে দেয়। শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় আলোক চিত্রশিল্পী কুদ্দুস আলম, সংস্কৃতিকর্মী উত্তম সরকার ও মানিক বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সম্মাননাপ্রাপ্তরা হলেন সাহিত্যে মোহাম্মদ আলী (ইবনে সিরাজ), কবিতায় সুলতান উদ্দিন আহমেদ, নাটকে বিপুল দেব, সাহিত্যে মুকুল রায়, কাব্যগ্রন্থে ফেরদৌসী বেগম বিউটি, আবৃত্তিতে নারায়ণ চন্দ্র বর্মা, সাংবাদিকতায় রজতকান্তি বর্মন, অংকনে শেখ জিয়াউল করিম টিপু, গ্রাফিক্সে আশিকুর রহমান ইমন ও কায়সার রহমান রোমেল।

 

বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি পিটু রশিদ জানান, সংগঠনটি লিটলম্যাগ আন্দোলনের পুরোধা, শিল্প-সাহিত্য ভাবনার ছোট কাগজ শব্দ সম্পাদক, প্রয়াত কবি সরোজ দেব স্মরণে এখন থেকে প্রতি বছর সাহিত্য-সংস্কৃতিসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখক ও বিশিষ্টজনদের ‘সরোজ দেব স্মারক সম্মাননা’ দেবার সিদ্ধান্ত নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় সরোজ দেব স্মরণে স্মারক সম্মাননা পেলেন ১০ জন

গাইবান্ধায় সরোজ দেব স্মরণে স্মারক সম্মাননা পেলেন ১০ জন

প্রকাশ: ১৯ ঘন্টা আগে

গাইবান্ধায় সাহিত্য-সংস্কৃতিসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ বিশিষ্টজনকে দেওয়া হলো ‘সরোজ দেব স্মারক সম্মাননা’। সাহিত্য, কবিতা, নাটক, কাব্যগ্রন্থ, বাচিকশিল্পী, সাংবাদিকতা, অংকন ও গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিতে এই ১০ গুণীজনকে দেওয়া হয় ‘সরোজ দেব স্মারক সম্মাননা।’

 

বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্ত্বরে প্রয়াত কবি সরোজ দেব স্মরণে ‘রোদে ভিজে বাড়ি ফেরা’ শীর্ষক অনুষ্ঠানে তাদের হাতে এ স্মারক সম্মাননা তুলে দেয়া হয়।

 

এরআগে শহীদ মিনার চত্ত্বরে সকাল ১০টায় শিশু-কিশোরদের আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকেল ৪টায় আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, স্মরণিকা ‘মুখ’র মোড়ক উম্মোচন ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। এরপর আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোররা সম্মাননাপ্রাপ্ত ১০ বিশিষ্টজনকে উত্তরীয় পড়িয়ে দিয়ে তাদের হাতে ‘সরোজ দেব স্মারক সম্মাননা’ ক্রেস্ট ও সনদ তুলে দেয়। শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় আলোক চিত্রশিল্পী কুদ্দুস আলম, সংস্কৃতিকর্মী উত্তম সরকার ও মানিক বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সম্মাননাপ্রাপ্তরা হলেন সাহিত্যে মোহাম্মদ আলী (ইবনে সিরাজ), কবিতায় সুলতান উদ্দিন আহমেদ, নাটকে বিপুল দেব, সাহিত্যে মুকুল রায়, কাব্যগ্রন্থে ফেরদৌসী বেগম বিউটি, আবৃত্তিতে নারায়ণ চন্দ্র বর্মা, সাংবাদিকতায় রজতকান্তি বর্মন, অংকনে শেখ জিয়াউল করিম টিপু, গ্রাফিক্সে আশিকুর রহমান ইমন ও কায়সার রহমান রোমেল।

 

বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি পিটু রশিদ জানান, সংগঠনটি লিটলম্যাগ আন্দোলনের পুরোধা, শিল্প-সাহিত্য ভাবনার ছোট কাগজ শব্দ সম্পাদক, প্রয়াত কবি সরোজ দেব স্মরণে এখন থেকে প্রতি বছর সাহিত্য-সংস্কৃতিসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখক ও বিশিষ্টজনদের ‘সরোজ দেব স্মারক সম্মাননা’ দেবার সিদ্ধান্ত নিয়েছে।