ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-২ 

চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন দু’জন।

নিহতরা হলেন- জীবননগর উপজেলা রায়পুর গ্রামের কামার পাড়ার মিলন হোসেনের ছেলে নাহিদ হোসেন (১৭) এবং আলীপুর গ্রামের আসাদুল হকের ছেলে প্রত্যয় (১৭)।

আহত দু’জন হলেন- মহেশপুর উপজেলার পীরগাছা গ্রামের গোলাম হোসেনের মেয়ে সুমি খাতুন (৪৫) এবং শ্যামবাজার গ্রামের মৃত আজিত খার ছেলে খোকন (৪০)।

 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার দত্তনগর সড়কে শাপলাকলি স্কুলের সামনে এবং আলীপুর গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটেছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় নাহিদ হোসেন মোটরসাইকেলযোগে জীবননগর থেকে দত্তনগরে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। সে শাপলাকলি স্কুলের সামনে পৌছুলে বিপরীত দিক থেকে আসা পাখি ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নাহিদ হোসেন, পাখি ভ্যানের যাত্রী সুমি খাতুন এবং খোকন গুরুতর আহত হন। এসময় পথচারীরা তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এখানে নাহিদ হোসেনের শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ্যাম্বুলেন্সযোগে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮ টার সময় নাহিদ হোসেনের মৃত্যু হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

 

অপরদিকে শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় প্রত্যয় জীবননগর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। এ সময় পথচারীরা মুমুর্ষূ অবস্থায় প্রত্যয়কে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এখানেও তার শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে প্রত্যয়কে ঢাকায় নেওয়ার পথে রাত ১২ টার সময় তার মৃত্যু হয়।

 

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস মোটরসাইকেল দুর্ঘটনায় দু’কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গলাচিপায় সুদ ব্যবসায়ী সুশান্ত কুমার দাসের বিরুদ্ধে মানববন্ধন

চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-২ 

প্রকাশ: ২৪ ঘন্টা আগে

চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন দু’জন।

নিহতরা হলেন- জীবননগর উপজেলা রায়পুর গ্রামের কামার পাড়ার মিলন হোসেনের ছেলে নাহিদ হোসেন (১৭) এবং আলীপুর গ্রামের আসাদুল হকের ছেলে প্রত্যয় (১৭)।

আহত দু’জন হলেন- মহেশপুর উপজেলার পীরগাছা গ্রামের গোলাম হোসেনের মেয়ে সুমি খাতুন (৪৫) এবং শ্যামবাজার গ্রামের মৃত আজিত খার ছেলে খোকন (৪০)।

 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার দত্তনগর সড়কে শাপলাকলি স্কুলের সামনে এবং আলীপুর গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটেছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় নাহিদ হোসেন মোটরসাইকেলযোগে জীবননগর থেকে দত্তনগরে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। সে শাপলাকলি স্কুলের সামনে পৌছুলে বিপরীত দিক থেকে আসা পাখি ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নাহিদ হোসেন, পাখি ভ্যানের যাত্রী সুমি খাতুন এবং খোকন গুরুতর আহত হন। এসময় পথচারীরা তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এখানে নাহিদ হোসেনের শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ্যাম্বুলেন্সযোগে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮ টার সময় নাহিদ হোসেনের মৃত্যু হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

 

অপরদিকে শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় প্রত্যয় জীবননগর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। এ সময় পথচারীরা মুমুর্ষূ অবস্থায় প্রত্যয়কে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এখানেও তার শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে প্রত্যয়কে ঢাকায় নেওয়ার পথে রাত ১২ টার সময় তার মৃত্যু হয়।

 

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস মোটরসাইকেল দুর্ঘটনায় দু’কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।