ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক •
খুলনার ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১০টায় উপজেলার আঠারো-মাইল বাজারস্থ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওপর এক ঘন্টা ব্যাপি এ কর্মসূচী পালিত হয়।

কর্মসূচীতে বক্তারা জানান, খুলনা যশোর ও সাতক্ষীরা অঞ্চলের মৎস্য ব্যবসায়ীরা তাদের ক্রয় করা মাছ ট্রাক যোগে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করেন। ট্রাকগুলো প্রতিদিন সন্ধ্যায় আঠারো-মাইল বাজার থেকেই ছেড়ে যায়। পথেমধ্যে দেখা যায় গোপালগঞ্জ থেকে শুরু করে ভাঙ্গার মোড় ও শ্রীনগর এলাকায় পৌঁছালে রাস্তায় চাঁদাবাজ ও ছিনতাইকারীরা আক্রমণ করে। ইতোপূর্বে গত ৩০ সেপ্টেম্বর রাতে একটি দুর্ধর্ষ ঘটনা ঘটে। শ্রীনগর রেলওয়ে ব্রীজের পাশে ফেলে আমাদের প্রায় ২০ লাখ টাকার মাছ ছিনতাই করা হয়েছে। দুর্বৃত্তরা পিকআপ যোগে এসে আমাদের ট্রাকের পিছু নেয়। এরপর সুযোগ মত সামনে গিয়ে বেরিকেড দিয়ে ট্রাক থামিয়ে দেশীয় অস্ত্র চাপাতি ও ধারালো দা ধরে চালক ও হেলপারকে জিম্মি করে। কিছুক্ষণের মধ্যে তাদের আরও সহযোগীরা এসে দ্রæত মাছ নিয়ে পালিয়ে যায়। রাস্তায় এ ধরনের ছিনতাই’র ঘটনা ঘটে অহরহ। যা নিয়ে আমরা সংশ্লিষ্ট থানায় মামলাও করেছি। কিন্তু কোন উপকার পাচ্ছি না। দুস্কৃতিদের ভয়ে আমরা ব্যবসা করতে পারছি না। তাই আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এ প্রসঙ্গে মালি ফিস এক্সপোর্টর ম্যানেজার হজ্জাতুল ইসলাম বলেন, ওই তারিখে আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে আমি বাদী হয়ে ৩ অক্টোবর শ্রীনগর থানায় মামলা করি যার নং-০২। থানা পুলিশ ওই ঘটনায় ২জনকে আটকের পর আদালতে সোপর্দ করে। খবর পেয়েছি তারা ইতোমধ্যে জামিন পেয়েছে। তবে আমরা কোন ক্ষতি পূরণ পায়নি। বিষয়টি নিয়ে ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন- বর্তমানে আমরা ব্যবসা নিয়ে অত্যান্ত চিন্তিত। অধিক টাকার মাছ কিনে তা যদি আবার রাস্তা থেকে কেড়ে নেয় তা হলে তো চরম বিপদ। এখন কি করবো কিছুই ভেবে পাচ্ছি না।

কর্মসুচীতে আরও বক্তব্য রাখেন সরদার আব্দুল মালেক, রোকনুজ্জামান মন্টু, সরদার আনিচুর রহমান, মোঃ ইয়হিয়া, ইকবাল হোসেন, আব্দুর রহমান, সরদার নাজমুল ইসলাম প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট

Back to top button