তাহ্ মিনা নিশার কবিতা- জলের আয়না
জলের আয়না
তাহ্ মিনা নিশা
কঠিন কিছু ভাবতে পারি না যে!
মনের মাঝে সহজ ঢেউ সাজে।
দেখবো বলে তোমার মুখখানি,
নদীকে বলি,আয়না হও! পানি!
জলের মাঝে আমাকে যত দেখি
ভালোবাসার স্বপ্ন তত আঁকি।
স্বচ্ছ মন জলটা টলটলে
আয়না জলে হৃদয় কথা বলে।
নিজেকে চিনি গভীর আলাপনে
আলিঙ্গনে গোপন মধুক্ষণে।
রাঙিয়ে তনু সাজাও জলছবি
সৃষ্টি নেশা! হও-যে তুমি কবি।
তৃষিত চোখ তোমাকে খুঁজে যায়
নিভৃতে শেষ জন্মে যেন পায়।