ঢাকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো ৩ বছরের শিশু

গাইবান্ধার পলাশবাড়ীতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো ৩ বছরের শিশু আলেয়া।

 

সোমবার (২১ এপ্রিল) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড লাগোয়া চপলের ইটভাটার সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারি চালিত একটি ভ্যানযোগে মা তার ৩ বছরের শিশু কন্যাকে কোলে পলাশবাড়ী শহরে আসছিলেন।

 

এসময় ওই ভ্যানটিকে প্রথমতঃ একটি অটোরিক্সা সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি মায়ের কোল থেকে সিঁটকে রাস্তায় আঁচড়ে পড়ে। একই সময় পৃথক একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়। মৃত শিশু উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামের সেনা সদস্য মাহমুদ হাসানের মেয়ে।

 

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো সড়ক দূর্ঘটনায় মৃতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।`

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় সরোজ দেব স্মরণে স্মারক সম্মাননা পেলেন ১০ জন

পলাশবাড়ীতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো ৩ বছরের শিশু

প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো ৩ বছরের শিশু আলেয়া।

 

সোমবার (২১ এপ্রিল) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড লাগোয়া চপলের ইটভাটার সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারি চালিত একটি ভ্যানযোগে মা তার ৩ বছরের শিশু কন্যাকে কোলে পলাশবাড়ী শহরে আসছিলেন।

 

এসময় ওই ভ্যানটিকে প্রথমতঃ একটি অটোরিক্সা সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি মায়ের কোল থেকে সিঁটকে রাস্তায় আঁচড়ে পড়ে। একই সময় পৃথক একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়। মৃত শিশু উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামের সেনা সদস্য মাহমুদ হাসানের মেয়ে।

 

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো সড়ক দূর্ঘটনায় মৃতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।`