গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিয়ষক ৩ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. ফাতেমা কাওসার মিশু। উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্প (বারটান অংশ) বারটান আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ, রংপুর এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট (বারটান) কৃষি মন্ত্রণালয়ের ৩ দিনব্যাপী (১৬-১৮ মার্চ) সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণে ৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, তথ্য আপা, সাংবাদিক, ইমাম, পুরোহিত, এআরডিও, এনজিওকর্মীসহ অন্যান্যরা প্রশিক্ষণে অংশগ্রহণ নেয়।
প্রশিক্ষণ উদ্বোধনী দিনে শুরুতে রেজিষ্ট্রেশন, প্রাক মূল্যায়ন, স্বাস্থ্য ঝুঁকি, ফলিত পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক মৌলিক ধারণা, পুষ্টি উৎপাদন সমূহের কাজ উৎস ও প্রয়োজনীয় পরিমাণ সুষম খাদ্য সম্বলিত ধারণা পুষ্টি সম্মত উপায়ে খাদ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সারগর্ভ বক্তব্য প্রদান করেন রংপুরে পীরগঞ্জ অঞ্চল প্রধানের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা প্রশিক্ষক ড. মো. ছাদেকুল ইসলাম।
অপরদিকে; উপজেলা কৃষি অফিসের হলরুমে ৩০ জন কিষাণ-কিষাণীকে প্রশিক্ষণ প্রদান করেন সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা প্রশিক্ষক নুরুন্নবী। ১ দিনের প্রশিক্ষণ কর্মশালায় তিন ব্যাচে মোট ৯০ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।