গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জিয়া পরিষদের আয়োজনে পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে স্থানীয় পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা জিয়া পরিষদের আহবায়ক মাহবুব রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব মুরাদ আযম চৌধুরীর সঞ্চালনায় পরিচিত সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভা উদ্ধোধন করেন গাইবান্ধা জেলা জিয়া পরিষদের আহবায়ক আব্দুল আউয়াল আরজু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। অমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি পলাশবাড়ী প্রেস কাবের সভাপতি শাহ আলম সরকার, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জেলা বিএনপির বৈদেশিক বিষযক সম্পাদক মুকুল আহম্মেদ, শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, পৌর বিএনপির উপজেলা বিএনপির সহ-সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আরজু, আজাহার আলী, দপ্তর সম্পাদক মোস্তাক আহম্মেদ, উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ আলী, তাঁতীদলের আহবায়ক মিলন মিয়া, ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ ও পৌর ছাত্রদলের আহবায়ক আকাশ কবির পায়েল প্রমুখ। বিশেষ দো’য়া শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।