গাইবান্ধার পলাশবাড়ীর মৃত ব্যক্তি বাবুল আক্তারসহ ২২১ জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। যেন মরেও শান্তি নেই। এমন দায়িত্ব ও জ্ঞানকান্ডহীন ঘটনায় মৃতের পরিবার বিব্রতবোধ করছেন।
গত ১৫ এপ্রিল ২০২৫ অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেন পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবুল আকতার। দলমত নির্বিশেষে এলাকার সকল ধর্মপ্রাণ মুসুল্লিদের উপস্থিতিতে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে; মৃত্যুর ৪ দিন পর ১৯ এপ্রিল নিহত বাবুল আক্তারকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি রাজনৈতিক মামলা দায়ের করা হয়। মামলায় তাকে ১৫৫নং আসামী হিসেবে এজাহারে অন্তভূক্ত করা হয়েছে।
মৃত্যু বাবুল আকতার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ডাকুঁনী গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের বেড়ামালঞ্চা গ্রামের ছলিম উদ্দীনের ছেলে আজাদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা (নং ৩৭ তাং ১৯/০৪/২০২৫ইং) দায়ের করেন।