গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের ঐতিহ্যবাহী নুনিয়াগাড়ী প্রফেসরপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা নামায আদায়ে সমবেত মুসল্লীদের উপস্থিতিতে সবার পরামর্শক্রমে ৩ বছর মেয়াদী পরিচালনা কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাদুল্লাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী প্রফেসরপাড়ার বাসিন্দা মো. বাদশা আলম সরকার এবং সেক্রেটারি পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আলহাজ্ব রফিকুল ইসলাম। কমিটির সহ-সভাপতি আব্দুল কাদের সরকার এবং ক্যাশিয়ার স্টেশনারী ব্যবসায়ী শরিফুল ইসলাম। পূর্ণাঙ্গ কমিটি সকল মুসুল্লীদের পরামর্শক্রমে পরবর্তীতে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল আলা মওদুদ, পৌর জামায়াতের সেক্রেটারী সেনা সদস্য (অব.) বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক প্রধান, পৌর জামায়াতের সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম মিলন ও অত্র মসজিদের খতিব হাফেজ মাও. মোহাম্মাদ আসাদুজ্জামান আসাদ ছাড়াও মুসল্লীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।