টাঙ্গাইলের হাঁটিকুমরুল থেকে রংপুর ফোরলেন এশিয়ান হাইওয়ে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহর অংশে অধিক জনগুরুত্বপূর্ণ কালীবাড়ী বাজার-জনতা ব্যাংক মোড় পয়েন্টে আন্ডারপাসের দাবীতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অপরিকল্পিত এবং যত্রতত্র সড়কের যে পয়েন্ট বা স্থান গুরুত্ববহন করে না সেখানে আন্ডারপাস নির্মাণ। তুলনামূলক অধিক জনগুরুত্বপূর্ণ পয়েন্ট বা স্থান সেখানে নির্মাণের প্লান্ট নেই। এমন দায়সারা হযবরল অপরিকল্পিত সিদ্ধান্ত বাতিল করে যথাযথ স্থানে আন্ডারপাস নির্মাণ প্লান্টের দাবীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি আয়োজনে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহরের জনতাব্যাংক-কালিবাড়ী বাজার মোড় পয়েন্টে বিপুলসংখ্যক জনমানুষের সমাগমে সমাবেশে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের আহবায়ক ও খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন।
সংগঠনের সদস্য সচিব সদদ্য সচিব মো. ফেরদাউছ মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক শাহ আলম সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, নাগরিক
স্বার্থ সংরক্ষণ কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক সাইদুর রহমান মাস্টার, হাট-বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এমদাদুল হক, বিশিষ্ট খাদ্য ব্যবসায়ী বাবু দীলিপ চন্দ্র সাহা, মেসার্স সাহা বস্ত্রালয়ের পরিচালক নির্মল কুমার সাহা, উপজেলা দোকান মালিক সমিতির কার্যকরি সদস্য হায়দার আলী, উপজেলা এবি পার্টির সদস্য সচিব ডা. মাসুদুর রহমান মাসুদ, পৌর যুবদল আহবায়ক আব্দুল লতিফ ও যুব জামায়াতের
সাংগঠনিক সম্পাদক সোলাইমান সরকারসহ আরো অনেক। সমাবেশে উপজেলা দোকান মালিক সমিতি, ব্যবসায়ী সমিতি, কৃষক-শ্রমিক ও ছাত্র-জনতাসহ বিপুল সংখ্যক জনমানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা চিহিৃত যথাস্থানে আন্ডারপাশ নির্মাণের যৌতিক দাবী বাস্তবায়ন নিশ্চিত করণের আহবান জানান। অন্যথায় গোটা পলাশবাড়ীর সর্বস্তরের সচেতন ভুক্তভোগী মহলকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
প্রসঙ্গত; ফোরলেন সড়ক নির্মাণ কাজ শুরুর আগে প্লান্ট কালীন সার্বজনীন জনস্বার্থে আন্ডার পাশ নির্মাণে গণশুনানির ব্যবস্থা নিশ্চিত করতে পারলে আজকে এমন সমস্যার উদ্ভব হতো না। সর্বোপরি সবমিলিয়ে বাস্তবমুখী যৌতিক দাবী বাস্তবায়নে উচ্চ পর্যায়ের শীর্ষ কর্তাব্যক্তিদের মানবিক জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।