ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় প্লাস্টিক-পলিথিন বর্জন বিষয়ক সচেতনতামূলক প্রচারনা

প্লাস্টিক-পলিথিন বর্জন করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি, প্লাস্টিক-পলিথিন ব্যবহার করব না, পৃথিবীকে ধ্বংস করব না, প্লাস্টিক দূষণ বন্ধ করি, পরিবেশ রক্ষা করি, পরিবেশ ধ্বংসে আমাদের দায়, এগিয়ে আসবো এ ধরা রক্ষায় ‘ এমন স্লোগান নিয়ে বরগুনার পাথরঘাটায় প্লাস্টিক-পলিথিন বর্জন করে ধরা রক্ষায় ভিন্নধর্মী আয়োজন করা হয়।

 

প্লাস্টিক ও পলিথিন বর্জনে সচেতনতা করার লক্ষে সাংবাদিক শফিকুল ইসলাম খোকন মাথায় ‘ধরা’ লিখে এক পাশে প্লাস্টিক ও পলিথিন গায়ে দিয়ে বর্জন করি অপর পাশে কাপড়ের ব্যাগ এবং সবুজ গাছের পাতা দিয়ে গ্রহণ করি লিখে পাথরঘাটা পৌর শহরে প্রদর্শন করেন, এছাড়াও হাতে বাঁশের তৈরি ঝুরি (খারই)এ লেখা ‘হাডে যামু খারই লইয়া, পলিথিনে আর আনমুনা’ এ স্লোগান দিতে দেখা যায়।

 

অ্যাকশনেএইডের সহযোগিতায় এনএসএস’র আয়োজনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে পাথরঘাটা পৌর শহরে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণ করেন, জেন্ডার সমতা ও জলবায়ু জোট, প্রত্যয়, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) সদস্যবৃন্দ।

 

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড প্রোটেকশন কর্মকর্তা সৈকত চদ্র হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সাদিয়া তুলি, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন ও সমাজকর্মী মেহেদী সিকদার প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির কমিটি গঠন

পাথরঘাটায় প্লাস্টিক-পলিথিন বর্জন বিষয়ক সচেতনতামূলক প্রচারনা

প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

প্লাস্টিক-পলিথিন বর্জন করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি, প্লাস্টিক-পলিথিন ব্যবহার করব না, পৃথিবীকে ধ্বংস করব না, প্লাস্টিক দূষণ বন্ধ করি, পরিবেশ রক্ষা করি, পরিবেশ ধ্বংসে আমাদের দায়, এগিয়ে আসবো এ ধরা রক্ষায় ‘ এমন স্লোগান নিয়ে বরগুনার পাথরঘাটায় প্লাস্টিক-পলিথিন বর্জন করে ধরা রক্ষায় ভিন্নধর্মী আয়োজন করা হয়।

 

প্লাস্টিক ও পলিথিন বর্জনে সচেতনতা করার লক্ষে সাংবাদিক শফিকুল ইসলাম খোকন মাথায় ‘ধরা’ লিখে এক পাশে প্লাস্টিক ও পলিথিন গায়ে দিয়ে বর্জন করি অপর পাশে কাপড়ের ব্যাগ এবং সবুজ গাছের পাতা দিয়ে গ্রহণ করি লিখে পাথরঘাটা পৌর শহরে প্রদর্শন করেন, এছাড়াও হাতে বাঁশের তৈরি ঝুরি (খারই)এ লেখা ‘হাডে যামু খারই লইয়া, পলিথিনে আর আনমুনা’ এ স্লোগান দিতে দেখা যায়।

 

অ্যাকশনেএইডের সহযোগিতায় এনএসএস’র আয়োজনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে পাথরঘাটা পৌর শহরে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণ করেন, জেন্ডার সমতা ও জলবায়ু জোট, প্রত্যয়, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) সদস্যবৃন্দ।

 

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড প্রোটেকশন কর্মকর্তা সৈকত চদ্র হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সাদিয়া তুলি, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন ও সমাজকর্মী মেহেদী সিকদার প্রমুখ।