আশ্বিনের রূপ
বদরুল হক
আশ্বিন এলে তাল পাকা তাপ
একটু করে কমে,
সন্ধ্যা-প্রাতে ঘাসের ডগায়
শিশির কণা জমে।
নদীর তীরে শুভ্র কাশে
খিলখিলিয়ে হাসে,
নীলাম্বরে মেঘবিহঙ্গ
মুক্ত ডানায় ভাসে।
থই থই থই জলের রাশি
ভাটার টানে চলে,
পেখমমেলা শাপলাগুলো
তারার মতো জ্বলে।
জুঁই মালতী শিউলি বকুল
গন্ধ বিলায় বায়ে,
জড়িয়ে ধরে তিতলি-অলি
ফুলের কোমল গায়ে।
হাওয়ায় হাওয়ায় হিমের ছোঁয়া
ভ্যাপসা নাহি থাকে,
কচি ধানের সবুজ রঙে
নিটোল ছবি আঁকে।