বামনায় ১৪ পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন
বামনা (বরগুনা) প্রতিবেদক
বরগুনার বামনায় হিন্দুধর্মালম্বীদের সবচেয় বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি ইতোমধ্যে সম্মন্ন হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের ১৪ টি পূজামন্ডপ ঘুড়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে এমন খবর গেছে।
মহালয়ার মধ্যদিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মঙ্গলবার দেবীর বোধন। পরদিন বুধবার দুর্গাদেবী ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিতপূজা হবে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীকরূপে পুজিত।
গত বছর এ উপজেলায় ১৭টি পূজা মন্ডপে পূজা হলেও এবার পরিস্থিতির বিবেচনায় ১৪ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। বামনা সদর মন্দিরে পূজা কমিটির সভাপতি শিক্ষক সমীর দাস বলেন, এ বছর প্রথম শারদীয় দুর্গাপূজায় দর্শনার্থীদের বিনোদনের জন্য নাগরদোলা, রেলগাড়ি ও নৌকা দোলাসহ আরও নানা আয়োজন করেছেন তারা।
প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। এছাড়া নিরাপত্তার জন্য গঠন করা হয়েছে মন্ডপ ভিত্তিক স্বেচ্ছাসেবক দল।
উপজেলা পুজা পরিষদের সভাপতি অঞ্জন চ্যাটার্জী জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে বামনায় হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে কোন বছরই এখানে কোন উল্লেখযোগ্য ঘটেনি। প্রশাসনের আন্তরিকতা ও সক্রিয়তায় আমাদের বিশ্বাস এবারও কোন সমস্যা হবে না।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, আমরা নিয়মিত পূজা মন্ডপে পরিদর্শন করি। সেখানে পুলিশ ও আনসার বাহিনী মোতায়ন করা হয়েছে। মন্ডপে দর্শনার্থীদের জন্য এ বছর প্রথম পরিদর্শনবহি প্রদান করা হয়েছে। আজ অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু সালেহ ও নৌবাহিনীর লে. কমান্ডার এর উপস্থিতিতে পূজামন্ডপে দায়িত্বপালনকারী সকল পুলিশ অফিসারকে নিয়ে ব্রিফ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে অব্যহত থাকবে।