বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন মনি
নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বলা হয়, নুরুল ইসলাম মনি ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবে বলে দল আশা রাখে। এদিকে এই খবরে তার নির্বচিনী এলাকা (পাথরঘাটা-বামনা ও বেতাগী) বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
আমি অত্যন্ত আনন্দিত। দলের চেয়ারপারসন এবং দলের সিনিয়র নেতারা আমাকে মূল্যায়ন করেছেন। আমার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব । -নুরুল ইসলাম মনি
প্রসঙ্গত, নুরুল ইসলাম মনি ১৯৮৮ ও ১৯৯১ সালে বরগুনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি বিএনপিতে যোগদান করে ২০০১ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং আইসিটিবিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি ১৯৮৮ সালে জনতা ব্যাংকের পরিচালক, ১৯৮৯ সালে সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।