বরগুনার বেতাগী উপজেলা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া তিন শিক্ষার্থী খাদিজা, সাবরিনা ছগির মিম ও অরন্য হাসান রিয়নকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়াহিদুর রহমান, বেতাগী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহীন, পৌর বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বৈষম্য বিরোধ শিক্ষার্থী মো. সজল মাহমুদ, হোসাইন সিপাহী ও ইমরান হোসাইন প্রমুখ।
এমবিবিএস ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া খাদিজা বেতাগী পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম এর মেয়ে, সাবরিনা ছগির মিম ১ নম্বর বদরখালী ইউনিয়নের মো. ছগির হোসেন এর মেয়ে ও অরন্য হাসান রিয়ন পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
শিক্ষার্থী সাবরিনা ছগির মিম বলেন, ‘আমি খুব খুশি, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।’
শিক্ষার্থী খাদিজা বলেন, ‘ডাক্তারি একটা মহান পেশা। আমি পড়াশুনা শেষ করে যেন মানুষের সেবা করতে পারি। সবাই দোয়া করবেন।’
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন, ‘এ বছরও আমাদের উপজেলা থেকে ৩ জন শিক্ষার্থী চান্স পেয়েছেন। আমরা চাই আগামীতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা ধরে রাখুক।