নিজস্ব প্রতিবেদক || উপকূল বার্তা
বরগুনার পাথরঘাটায় বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে ২০হাজার টাকা গচ্ছা দিলেন সাংবাদিক ইমাম হোসেন নাহিদ। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেকটাই। স্থানীয়রা বলছেন- স্বাভাবিকভাবে ফিরতে তার সময় লাগবে দুই-তিন দিন।
শুক্রবার ( ২২ নভেম্বর) পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে বরশি দিয়ে মাছ ধরার জন্য লিজ দেয়া হয়। সেখানে অংশ নেয় সাংবাদিক ইমাম হোসেন নাহিদ। সরজমিনে গিয়ে দেখা যায় তিনি আটা মেখে মাছ ধরছেন।
এ বিষয়ে ইমাম হোসেন সাংবাদিকদের জানান, মাছ ধরার জন্য খাবার কিনতেই আমার প্রায় ৭হাজার টাকা খরচ হয়েছে। এছাড়াও আনুষঙ্গিক খরচ হয়েছে ১০থেকে ১২হাজার টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, তিনি যে আটা মেখে মাছ ধরছেন তাও অন্যজনের কাছ থেকে ধার এনেছে। তবে এই মন্তব্যের বিরোধিতা করেছে অনেকেই।