গাইবান্ধার সাদুল্লাপুরে একদল তরুণের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ব্লাড ডোনার কাব এন্ড অর্গানাইজেশনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৯ এপ্রিল) দিনব্যাপী সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া প্যারীমাধব বহুমুখী বিদ্যালয় মাঠে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকেদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে দেওয়া হয়। হাতের নাগালে বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ নিশ্চিত হতে পেরে উচ্ছ্বসিত সুবিধাভোগীরা।
অনুষ্ঠিত ক্যাম্পেইনে ব্লাড ডোনার কাব এন্ড অর্গানাইজেশন সংগঠনের সাগর আহমেদ শুভ, আমিনুল ইসলাম শিপন, একরাম হোসেন, সাহারুল ইসলাম, আপেল রায়, জিদনী রেহেজা জারা, রাসেল শেখ, মাকসুদা খাতুন মেঘ ও কারিমুন আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ব্লাড ডোনার কাব এন্ড অর্গানাইজেশন সংগঠনের নেতারা বলেন, আর্তমানবতার সেবায় আমাদের এই কাবটি গঠন করা হয়। ইতোমধ্যে দেড়’শ অসহায় মূমুর্ষ রোগীর রক্তদানে পাশে দাঁড়ানো হয়েছে। সেইসাথে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আমাদের এমন কর্মসূচি অব্যাহত থাকবে।