এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্ত:শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, ‘আগামী ১০ এপ্রিল থেকেই এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।’
এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পেছাতে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সংবাদমাধ্যমকে আজ বৃহস্পতিবার এ কথা জানান ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।
অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে। সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানো হয়েছে। এই মুহূর্তে পরীক্ষা পেছানোর সুযোগ নেই।’
তিনি আরো বলেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে। শিক্ষার্থী নামধারী কিছু কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে।’