গাইবান্ধার সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক মাহমুদুল গণি রিজনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টি-সিপিবি কার্যালয়ে (২৭ এপ্রিল) সন্ধ্যায় জেলা সিপিবি’র আয়োজনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা সভাপতি অ্যাড. শাহাদত হোসেন লাকুর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাথেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, আমাতুর নুর ছড়া, অধ্যাপক জহুরুল কাইয়ুম, দেবাশীষ দাশ দেবু, সাংবাদিক রজতকান্তি বর্মন, গোলাম রব্বানী মুসা, আরিফুল ইসলাম বাবু, রিকতু প্রসাদ, কায়সার রহমান রোমেল ও রানু সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিপিবি জেলা সহ-সাধারণ সম্পাদক মুরাদজ্জামান রব্বানী।