পাথরঘাটায় ৪ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বরগুনার পাথরঘাটায় ৪ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিপাক পড়েছে উপজেলার এক লাখের বেশি গ্রাহক। দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রিক এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বরফ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছে মৎস্যজীবীরা। কয়েক শতাধিক ট্রলার বরফ উৎপাদন না থাকায় গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারছেন না।

       গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে ২২টি বরফ মিল বন্ধ হয়ে গেছে, ফলে বরফ সংকটে রয়েছে পাথরঘাটা উপজেলার হাজার হাজার জেলে। 

        স্থানীয়দের অভিযোগ প্রায় ৪ দিন ধরে বিদ্যুৎ নেই। এর আগে বিদ্যুতের ব্যবস্থা ভালো ছিল। হঠাৎ করে আমাদের গ্রাম অঞ্চল বিদ্যুৎ থেকে বঞ্চিত করেছে। পল্লী বিদ্যুতের লোকজনকে বললে তারা শুধু তালবাহানা করে।

       এ বিষয়ে এফবি ‘আল্লাহর দান’ ট্রলারের মাঝি নাসির হোসেন জানান, বেশ কয়েকদিন ধরে আমরা ঘাটে এসেছি। আবহাওয়া ভাল হওয়ার সাথে সাথে মাছ শিকারে গভীর সমুদ্রে যাওয়ার কথা। কিন্তু বড় উৎপাদন না থাকায় আমরা চরম সংকটে পড়েছি। 

       ‘মায়ের দোয়া’ বরফ কলের মালিক মো. সেলিম মিয়া বলেন, আমাদের এই ব্যাবসা বিদ্যুৎ এর উপর নির্ভর করে। বিদ্যুৎ না থাকলে আমরা বরফ উৎপাদন  করতে পারি না। ৪ দিন ধরে বিদ্যুৎ  সরবরাহ না থাকায়  বরফ কল গুলো বন্ধ রয়েছে। কবে নাগাদ বিদ্যুৎ পাবো তাও জানিনা। বরফের জন্য অনেক ট্রলার ঘাটে আসলেও উৎপাদন না থাকায় বরফ দেয়া সম্ভব হচ্ছে না। 

  ‌‌     পাথরঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুস সালামের জানান, ১৩ সেপ্টেম্বর থেকে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলায় ৩৩ কেভি লাইন ফল্ট হয়েছে। এখন পর্যন্ত লাইন চালু হয়নি। মঠবাড়িয়া লাইন চালু হলে পাথরঘাটা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তবে কখন বা কবে নাগাদ চালু করা হবে সেই সময় তিনি জানাতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট

Back to top button