ইসরায়েলি হামলায় লেবাননে হামাসের শীর্ষ নেতা নিহত
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। এবার তাদের হামলায় প্রাণ হারিয়েছেন হামাস নেতা শেরিফ আবু আল আমিন। ইসরায়েল এবং হামাস দুই পক্ষই তার নিহতের খবর নিশ্চিত করেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফাতেহ শেরিফ লেবানন হামাসের শীর্ষনেতা ছিলেন। তিনি জাতিসংঘের সংস্থাতেও কাজ করতেন এবং ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সহায়তা দিতেন। মার্চ থেকে তাকে ছুটিতে পাঠায় সংস্থাটি।
হামাস জানিয়েছে, ফাতাহ শরিফ আবু আল–আমিনি লেবাননে হামাসের নেতা ছিলেন। লেবাননের দক্ষিণাঞ্চলে আল–বাস শরণার্থীশিবিরে নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে তিনি নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আজ সোমবার দেশটির দক্ষিণের টায়রি শহরের পাশে ওই শরণার্থীশিবিরে বিমান হামলার হামলার খবর জানিয়েছে।
গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে দেশটি। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লাহর কাছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। এতে করে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা।