লীড নিউজ

বামনায় বৈষম্যবিরোধী আন্দোলনে অনুপ্রাণিত ছাত্র জনতার সংবাদ সম্মেলন

মো. ওমর ফারুক সাবু, নিজস্ব প্রতিবেদক, বামনা

বরগুনার বামনা উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে অনুপ্রাণিত সচেতন ছাত্র জনতার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় বামনা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে সংগঠনের সামাজিক উন্নয়ন, সচেতনতা, এবং নিরাপত্তা সংক্রান্ত ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সংগঠনের অন্যতম সৈয়দ নাহিন আহসান রাহবার লিখিত বক্তব্যে সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন, সংগঠনটি “বৈষম্যবিরোধী আন্দোলনে অনুপ্রাণিত ছাত্র জনতা” নামে পরিচিত হবে এবং আলাদা সমন্বয়ক নির্বাচন না করে, এখানে সবাই সংগঠকের ভূমিকা পালন করবে। সংগঠনটি বামনা উপজেলার উন্নয়নের লক্ষ্যে কাজ করবে বলে জানান তিনি।

সংগঠনের উপদেষ্টা সদস্য, সমাজকর্মী রাজিব হাওলাদারসহ অন্যান্য সংগঠকরবৃন্দ বক্তব্য প্রদান করেন। তারা উল্লেখ করেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী আওয়ামী সরকার দেশ ছেড়ে পালানোর পর, সংগঠনের সদস্যরা পুলিশের নিরব ভূমিকায় উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে। তারা অপরাধীদের ধরে আইনের আওতায় আনার জন্য পুলিশকে সহযোগিতা করেছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে।

তারা আরও জানান, হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে বিরূপ মন্তব্যের প্রতিবাদে তারা শহরে বিক্ষোভ মিছিল আয়োজন করে। সংগঠনটি বামনা শহরের অবৈধ ফুটপাত ও স্থাপনা দখলমুক্ত করতে এবং ব্যবসায়ীদের পুনর্বাসনে প্রশাসনকে সহযোগিতায় অংশগ্রহণ করে। ৫ আগস্ট থেকে এ পর্যন্ত তারা ৩০টিরও বেশি সামাজিক উন্নয়নমূলক, সচেতনতা বৃদ্ধি, এবং নিরাপত্তা প্রদানের কার্যক্রমে অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট

Back to top button