লীড নিউজ

সাংবাদিককে দেখে নেয়ার হুমকি শিক্ষকের, থানায় জিডি

বরগুনার পাথরঘাটায় তাওহীদুল ইসলাম শুভ নামে এক সাংবাদিককে মারধর ও দেখে নেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গত রোববার (১৩ অক্টোবর) পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান উপকূল বার্তা’কে বলেন, ‘সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভকে হুমকি দেয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

ভুক্তভোগী তাওহীদুল ইসলাম শুভ বেসরকারি টিভি চ্যানেল আরটিভির পাথারঘাটা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। অভিযুক্ত ওই শিক্ষকের নাম হারুন অর রশিদ। তিনি পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ১৪৩নং উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশকিছু অনিয়মের অভিযোগ পেয়ে তথ্য সংগ্রহ করতে গত ৭ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে স্কুলটিতে যান সংবাদকর্মী তাওহীদুল ইসলাম শুভ। স্কুল খোলা থাকলেও এ সময় স্কুলে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ ছিলেন না। এ সময় স্কুলের বেশ কিছু অসঙ্গতির প্রমাণ পেয়ে তিনি সে বিষয়ে জানতে প্রধান শিক্ষক হারুন আর রশিদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। ফোন কলে সাংবাদিকের উপর চড়াও হন তিনি, এ সময় মোবাইল ফোনেই ওই সংবাদ কর্মীকে মারধরসহ নানা ধরণের হুমকি ধামকি দেন ওই শিক্ষক। 

ভুক্তভোগী সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভ উপকূল বার্তা’কে বলেন, স্কুলটিতে অনিয়মের অভিযোগ পেয়ে তা যাচাই করতে সরেজমিনে যাই। স্কুল চলাকালীন পাঁচ শিক্ষকের মধ্যে দুজনকে স্কুলে পাওয়া যায়।তখন আমি প্রধান শিক্ষক হারুন অর রশিদকে না পেয়ে এসব বিষয়ে জানতে তার মুঠোফোনে কল করা হয়। সাংবাদিক পরিচয় শুনেই তিনি আমাকে গালাগাল করেন এবং মারধর করার হুমকি দেন।

তিনি আরো বলেন, পরবর্তীতে আবারো ফোন করে আমাকে হুমকি দেন এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের দিয়েও আমাকে ফোন করান। এমন অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার কে লিখিতভাবে জানানো হয়েছে।

 পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভকে হুমকির বিষয় জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ইতোমধ্যেই আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি। ঘটনা সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট

Back to top button