ঢাকা , সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দীন আহমেদ খান-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, স্বাস্থ্য পরিদর্শক আফরোজা খানম, সাংবাদিক ফজলুল হক দুদু, নুরুল ইসলাম ও ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ।

 

আগামী ১৫ মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও একটি পৌসভারসহ উপজেলার ৮ ইউনিয়নের ২১৭টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।

উপজেলায় মোট ৩৭ হাজার ৭৫ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬-১১ মাস বয়সের শিশুকে ১টি নীল রংঙের এবং ১২-৫৯ মাস বয়সের শিশুকে ১টি করে লাল রংঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফল করতে সভায় উপস্থিত সকলের প্রতি আহবান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধার সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক রিজনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

পলাশবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রকাশ: ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দীন আহমেদ খান-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, স্বাস্থ্য পরিদর্শক আফরোজা খানম, সাংবাদিক ফজলুল হক দুদু, নুরুল ইসলাম ও ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ।

 

আগামী ১৫ মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও একটি পৌসভারসহ উপজেলার ৮ ইউনিয়নের ২১৭টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।

উপজেলায় মোট ৩৭ হাজার ৭৫ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬-১১ মাস বয়সের শিশুকে ১টি নীল রংঙের এবং ১২-৫৯ মাস বয়সের শিশুকে ১টি করে লাল রংঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফল করতে সভায় উপস্থিত সকলের প্রতি আহবান জানানো হয়।