শকুন
ইদ্রিস আলী
দেশ ছেড়ে পালিয়েছে,
শকুনেরা লজ্জায়,।
কতিপয় শকুনের
অপরাধ মজ্জায়।
মরা পচা যা পায়,
নখ দিয়ে খামচায়,।
ঠোঁট দিয়ে খায় কিছু,
এনে দেয় চামচায়।
শকুনেরা ছোট চোখে
দুরে দেখে মরাটা,
ডর নেই, লাজ নেই,
ভয় পায় ঝাড়ুটা।
শকুনেরা জানেনা
পতাকার মূল্য,
জানেনা দেশের সাথে
নেই কোন তুল্য।
ডিজিটাল শকুনেরা
পাখা মেলে উড়ছে,
টাকার নেশায় ওরা
সারা দেশ ঘুরছে।
শকুন- শকুনি ধরে
দিতে হয় ঝাড়ু পেটা,
দিতে হবে ফিরিয়ে
পাওনা যার যেটা।