ভালোবাসা || ফাতিমা পারভীন

ভালোবাসা
ফাতিমা পারভীন

তোমাকে ভালোবেসে জেনেছি
দেহে বহমান শেষ রক্তবিন্দু পর্যন্ত
তোমার নাম লেখা আছে,
তুমি পরম আকাঙ্ক্ষার প্রতিফলন
অন্ধকারাচ্ছন্ন ছায়া ভেদ করে
আমার সব চাওয়া পাওয়ার হিসেব,
তুমি জীবনের উচ্ছিষ্ট স্মৃতি নয়
শ্রেষ্ঠ সুখের অনুভূতি
সময়ের সৃষ্টি করা পরম নিয়তি,
দুঃখপাঠ্য পাতা ছিঁড়ে বের করে দিয়েছ বাস্তবতা।

তুমি সূর্যের মতো প্রকাশিত হও
আমার সমস্ত অন্ধকারে,
জীবনচক্রের আরণ্যক শোভায়
শত শতাব্দীর অভিযাত্রা কালে
হরণ করেছো হৃদয়,
যা ভয়ঙ্করভাবে এখন আকর্ষণ করে
তোমাকে অনেক কৃতজ্ঞতা,
একফোঁটা তৃষ্ণার জন্য
অফুরান বিনয়ী করেছো আমাকে।

অতীত নয়,ক্ষণে ক্ষণে এখনও আসো
হাত ধরে নিয়ে যাও তেপান্তরে,
এখন তোমার নামে অন্যরকম অনুভূতি জাগে,
তোমাকে অনেক কৃতজ্ঞতা,
কালের নিয়ম ভেদ করে
জাগিয়ে তুলেছ আমাকে,
নিয়তির হাতে হাত রেখে,দাঁড়াতে শিখিয়েছ;
তাই তোমার মতো রচিত হয়নি কেউ
ভালোবাসা ভালো থেকো,
তোমাকে অনেক কৃতজ্ঞতা;
তোমাকে শরতের একরাশ অনাবিল শুভেচ্ছা।

Exit mobile version