লীড নিউজ

হাসিনার সংবাদ সম্মেলনে কোন সাংবাদিকদের কেমন ভূমিকা ছিল সেটি দেখা হবে

উপকূল বার্তা ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘২০০৯ থেকে ২০২৪ জুলাই পর্যন্ত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কোন সাংবাদিকদের কেমন ভূমিকা ছিল সেটি দেখতে হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে সিরিয়াসলি গবেষণা করা হবে।’

আজ বুধবার ’ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই’ এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহিতা ও সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘গণমাধ্যমে গত ১৬ বছর কার কী ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন। গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে তা দেখতে হবে। এই সময়ে কে কীভাবে সাংবাদিকতা করেছে সেটি দেখা হবে। যদিও অনেকে এসময় সত্য বলতে পিছু হয়নি।’

প্রেস সচিব আরো বলেন, ‘শুধু জুলাই গণহত্যা নয়, শুরু করতে হবে আরও আগের সময় থেকে। গত ১৬ বছরে কার কী রোল ছিল এগুলো দেখা হবে। এছাড়া গত তিনবারের নির্বাচনকে কারা সাপোর্ট দিয়েছে সেটাও দেখা হবে। ২০১৫ সালের জানুয়ারিতে কারা অগ্নিসংযোগ করলো, তারা কারা। মিডিয়া কাদের ওপর দোষ চাপালো এগুলোও দেখা উচিত। এছাড়া গত ১৬ বছরে গুম, খুন নিয়ে কী ধরণের সাংবাদিকতা হয়েছে সেটিও জানতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংশ্লিষ্ট

Back to top button